Top
সর্বশেষ

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার

০৫ জুলাই, ২০২২ ৫:৩৫ অপরাহ্ণ
চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রাম প্রতিনিধি: :

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় অস্ত্র ও গাঁজাসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হল- কুমিল্লার চৌদ্দগ্রামের মো. মুছার ছেলে মো. মামুন (২৪), ভোলার বোরহান উদ্দিন থানার মো. আলমগীরের ছেলে এমরান হোসেন বাবলু (২২), বরিশালের মৃত আবদুল বারেকের ছেলে মো. রুবেল হোসেন ওরফে রুবেল (১৯) ও বাঁশখালীর মৃত আব্দুর রহিমের ছেলে মো. বাদশা (২২)।

সোমবার (৪ জুলাই) রাত পৌনে ১০টায় বাকলিয়ার ওয়াপদা গেট এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়ার ওয়াপদা গেট এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি বাসা থেকে কিশোর গ্যাংয়ের ৪ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে পিস্তল, চাইনিজ কুড়াল ও কিছু গাঁজা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার সবাই উঠতি বয়সী তরুণ। তাদের বিরুদ্ধে এলাকায় কিশোর গ্যাং কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

 

 

বিপি/ আইএইচ

শেয়ার