Top
সর্বশেষ

শাল্লায় বন্যার্তদের নগদ অর্থ সহায়তা

০৫ জুলাই, ২০২২ ৮:২৮ অপরাহ্ণ
শাল্লায় বন্যার্তদের নগদ অর্থ সহায়তা
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের শাল্লায় সিলেট পুলিশের রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পক্ষ থেকে বানভাসি মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৫জুলাই) বিকেলে সিলেট পুলিশের রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার জেদান আল মুছা শাল্লা উপজেলার বাহাড়া ইউপির ১নং ওয়ার্ডের আঙ্গারুয়া গ্রামের কমরেড শ্রীকান্ত দাশের বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) আবু সুফিয়ান, শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেন, কমরেড শ্রীকান্ত দাশের ছেলে সুকান্ত দাশ, সাবেক মহিলা মেম্বার আভা রানী তালুকদার, শিক্ষক সুজিত দাশ, সমাজসেবক মৃদুল দাশ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার