Top
সর্বশেষ

মাদকদ্রব্যের অপব্যবহার রোধে রাজারহাটে কর্মশালা অনুষ্ঠিত

০৫ জুলাই, ২০২২ ৮:৪৫ অপরাহ্ণ
মাদকদ্রব্যের অপব্যবহার রোধে রাজারহাটে কর্মশালা অনুষ্ঠিত
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি :

রাজারহাট উপজেলা অফিসার্স ক্লাবে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে উন্মুক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রেজাউল করিম জেলা প্রশাসক কুড়িগ্রাম। মোঃ আবু জাফর সহকারী পরিচালক জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি চেয়ারম্যান উপজেলা পরিষদ, রাজারহাট থানার ওসি তদন্ত পবিত্র কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা সম্পা আক্তার, উপজেলা নির্বাচন অফিসার, উপজেলা শিক্ষা অফিসার সহ অনেকেই। উক্ত কর্মশালায় কিভাবে মাদকের অপব্যবহার রোধ করা যাবে তার পরামর্শের ভিত্তিতে কিছু বিষয়ের উপর প্রস্তাবনা আহ্বান করা হয়।

সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক, ইমাম, পুরোহিত ও সাংবাদিক বৃন্দ এতে অংশগ্রহণ করেন। রাজারহাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে স্কুল কলেজ ভিত্তিক পাঠাগার প্রতিষ্ঠা করে শিক্ষার্থীদের সিলেবাস ভিত্তিক বই পড়ার পাশাপাশি অন্যান্য মেধাবিকাশ ভিত্তিক বই পাঠচক্রের মাধ্যমে পড়া ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কারের আয়োজন করার পরামর্শ দেওয়া হয়েছে। মাদকের ক্ষতিকর দিকগুলো কতটা ভয়াবহ এর থেকে বাঁচতে হলে জানতে হবে।

উপজেলা প্রশাসন আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম। সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালাটিতে সহযোগিতা করেন – মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুড়িগ্রাম।

শেয়ার