Top

কেশবপুরে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা

০৫ জুলাই, ২০২২ ৯:২২ অপরাহ্ণ
কেশবপুরে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা
কেশবপুর (যশোর) প্রতিনিধি :

কেশবপুরে বিভিন্ন সময়ে হওয়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ও ত্রাণ তহবিল থেকে তাদেরকে ১ লাখ ৬৫ হাজার টাকা দেওয়া হয়।

এর মধ্যে উপজেলার হাসানপুর ইউনিয়নের ২০টি অসহায় পরিবারকে ১ লাখ টাকা ও ৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে দেওয়া হয় ৬৫ হাজার টাকা।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন ওই আর্থিক সহায়তার চেক তাদের কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান, ইউপি সদস্য বুলবুল হোসেন প্রমুখ।

শেয়ার