যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে এ পর্যন্ত মৃতের সংখ্য চার লাখ ছাড়িয়েছে বলে মঙ্গলবার (১৯ জানুয়ারি) সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির সবশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৪ লাখ ২২ জন আর করোনায় সংক্রমিত শনাক্ত মানুষের সংখ্যা ২৪ কোটি ১ লাখ ৬৩ হাজার ৭০৭।
করোনায় মার্কিন যুক্তরাষ্ট্রে এটাই দ্রুততম ১ লাখ মৃত্যু, জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য মতে।
এর আগে গত বছর ২৯ ফেব্রুয়ারিতে করোনায় ওয়াশিংটনে প্রথম প্রাণহানি ঘটে। ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৯৭ হাজার ৪৪৬ জন, মারা গেছেন চার হাজার ৭৯৬ জন এবং সুস্থ হয়েছেন ৯১ হাজার ২৬ জন।