কুড়িগ্রামের উলিপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন। উলিপুর উপজেলার তিস্তা নদী বেষ্টিত থেতরাই ইউনিয়নের প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে ফাউন্ডেশনটি।
৬ জুলাই ২০২২ বুধবার সকাল ১১ টায় উপজেলার থেতরাই ইউনিয়নে সংগঠনটির সভাপতি এস আলমের সার্বিক তত্ত্বাবধানে ত্রাণ প্যাকেজ বিতরণ করা হয়। তিস্তা নদী বেষ্টিত থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা মাঝি পাড়া, নগর পাড়া, পাকার মাথায় নদী ভাঙ্গন কবলিত দরিদ্র পরিবার এবং চর জুয়ানসতরা, চর খারিজা, চর গোড়াইপিয়ারে দেড় শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ প্যাকেজ বিতরন করে।ত্রাণ প্যাকেজের মধ্যে ছিলো চাল-ডাল, তেল-লবন, আলু।
আসন্ন ঈদ উল আজহায় এসব ত্রাণ প্যাকেজ পেয়ে খুশি প্রকাশ করেছেন বন্যার্ত ও নদী ভাঙন কবলিতরা। ঈদের আগে এসব পেয়ে উপকার হয়েছে বলে জানিয়ে দোয়া করেন তারা।
দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন এর কুড়িগ্রাম টিম এর সার্বিক সহযোগিতা ত্রাণ বিতরণকালে উপস্হিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান, আবুল কালাম আজাদ, ওসামা লাদেন, হাফেজ হুমায়ুন কবির, আতিকুর রহমান আপেল, নুরুন্নবী আজাদ নিশাত, লিমন সরকার প্রমুখ।