চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অপরাধে তোজাম্মেল হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। মামলার অপর আসামী সানাউল ইসলামকে বেকসুর খালাস দিয়েছে আদালত। বুধবার দুপুরে রংপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০৩ এর বিচারক এম আলী আহমেদ এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০২০ সালের ২৯ জুন রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছী গ্রামের মৃত তোফাজ্জল ফকিরের ছেলে তোজাম্মেল হক একই উপজেলার ছিট জাহাঙ্গীরাবাদ গ্রামের এক তরুণীকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে যান। এরপর ওই তরুণীকে গাজীপুর এবং পরবর্তীতে নীলফামারীর জলঢাকাতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
এ ঘটনায় ওই তরুণীর বাবা বাদী হয়ে তোজাম্মেল হোসেন ও সানাউন ইসলাম নামে এক সিএনজি চালককে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আদালত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আসামীর বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতিত ভাবে প্রমানিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে তোজাম্মেল হোসেনকে র যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। সেই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। মামলার অপর আসামী সানাউন ইসলামের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত হা হওয়ায় তাকে বেকসুর খালাস দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী তাজিবুর রহমান লাইজু রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করে বলেন,বাদীপক্ষ রায়ে সন্তোষ পপ্রাশ করেন। অপরদিকে আসামিপক্ষে ছিলেন আইনজীবী জাকিয়া আক্তার কোনো মন্তব্য করেননি।