Top
সর্বশেষ

সুনামগঞ্জে হাটে গরু আছে, ক্রেতা কম

০৭ জুলাই, ২০২২ ৩:৩৬ অপরাহ্ণ
সুনামগঞ্জে হাটে গরু আছে, ক্রেতা কম
সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জে হাটগুলোতে কোরবানির পশু কেনাবেচা জমেনি। হাটে ক্রেতা নেই। বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি বাজারে গিয়ে দেখা যায়, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হাটে প্রচুর গরু উঠেছে। বাঁশের খুঁটিতে বেঁধে রাখা হয়েছে গরু। কয়েকজন ক্রেতাকে দেখা গেল, ঘুরে ঘুরে গরু দেখছেন আর দরদাম করছেন। কিন্তু তাঁরা কিনতে নয়, দাম যাচাই করতে এসেছেন।

গরুর হাটে কথা হয় খালেদ আহমদের সাথে তিনি জানালেন, বন্যায় ঘর গেছে, রাস্তায় রাখি গরু। খাবার নেই গরুর। তাই বেঁচতে বাজারে নিয়ে এসেছি। দাম উঠছে না মোটেও। এখন চিন্তায় আছি। গরু রাখমু কই, খাওয়াইমু কি ? রতন দাস জানান, দুটি গরু কষ্ট করে লালন করেছি। ৭০ হাজার টাকার গরু ৫০ হাজার টাকা দাম উঠছে। বিকেল পর্যন্ত দাম না উঠলে ফেরত চলে যাবেন বলে তিনি জানালেন।

সদর উপজেলার জয়নগর গরুর হাটে গিয়ে দেখা যায়, অনেক গরু এসেছে বাজারে। ক্রেতারা দর দাম করছেন। হাসিলও সীমিত করা হয়েছে। তবুও গরু বিক্রি গত বছরের তুলনায় কম হচ্ছে। এখানে গরু নিয়ে এসেছেন আলী আহমদ নামে এক ব্যক্তি। তিনি জানান, মানুষের কাছে টাকা নাই। বন্যায় অধিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিনতে চাইলেও দাম দিতে চাচ্ছেন না। তাই লোকসান দিয়ে গরুটি বিক্রি করে এসেছি। এভাবেই জেলার প্রতিটি গরুর হাটে বিকিকিনি হচ্ছে।

ইজারাদার আক্তারুজ্জামান মিরাস জানান, বন্যার কারণে হাসিল কম রাখা হচ্ছে। অনেক গরু উঠছে হাটে। বেচাকেনা কম। বিক্রেতারা খাদ্যের অভাবে লোকসানে গরু বিক্রি করছেন। আমরা ইজারাদারগণও লোকসানে আছি।

শেয়ার