Top

মহাসড়কে মোটরসাইকেল, চারজনকে জরিমানা

০৮ জুলাই, ২০২২ ৩:৩৫ অপরাহ্ণ
মহাসড়কে মোটরসাইকেল, চারজনকে জরিমানা
বগুড়া প্রতিনিধি :

নিষেধাজ্ঞা অমান্য করে এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল প্রবেশ করার অপরাধে চারজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শেরপুর উপজেলার চান্দাইকোনার ঢাকা-বগুড়া মহাসড়কে এ এ আদালত পরিচালিত হয়। আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালিদ বিন মনসুর। এসময় বিআরটিএ কর্মকর্তা, এপিবিএন ও হাইওয়ে পুলিশ অভিযানে সহযোগিতা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালিদ বিন মনসুর জানান, ঈদুল আজহায় দূর্ঘটনা এড়াতে এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করায় চার মোটরসাইকেল আরোহীকে চার মামলায় আড়াই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার