Top
সর্বশেষ

আজও বাস সংকট সায়েদাবাদে

০৮ জুলাই, ২০২২ ৭:০২ অপরাহ্ণ
আজও বাস সংকট সায়েদাবাদে

ঈদযাত্রায় রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় ঘরমুখো যাত্রীদের প্রচণ্ড চাপ রয়েছে। শুক্রবার (৮ জুলাই) সকাল থেকেই শত শত মানুষকে বাসের অপেক্ষায় থাকতে দেখা যায়।

ঘরমুখো যাত্রীদের অভিযোগ, আগাম টিকিট কাটার পরও সময়মতো বাস পাচ্ছেন না তারা। বাস না পেয়ে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হচ্ছে।

অন্যদিকে, দীর্ঘ যানজট দেখা যায় সদরঘাটেও। তবে, সকাল থেকে যাত্রীদের অতিরিক্ত ভিড় থাকলেও দুপুরের দিকে তা কিছুটা কমে।

এদিন সকালে সদরঘাট ঘুরে দেখা যায়, আগাম টিকিট কাটা যাত্রীরা বাসের অপেক্ষায় রয়েছেন। এখানকার দৃশ্যটা সায়েদাবাদের থেকে ভিন্ন। দীর্ঘক্ষণ বাসের অপেক্ষায় থাকলেও বাস আসলেই যাত্রীরা চলে যেতে পারছেন। বাস একেবারে না পাওয়ার ঘটনা ঘটছে না এখানে।

এদিকে, টিকিট না পেয়ে উৎকন্ঠা দেখা যায় অনেক যাত্রীর মাঝে। ভালো পরিবহন না পেয়ে লোকাল বাসে করেই বাড়ি পৌঁছানোর সুযোগ খুঁজছেন অনেকে। ভাড়া বেশি হলেও গন্তব্যের বাস পাওয়ার সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি করে উঠে পড়ছেন তারা।

চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে সায়েদাবাদ বাস টার্মিনালে আসা মাইনুল আহসান বলেন, লোকাল বাসে হলেও বাড়িতে যেতে পারব ভেবে সায়েদাবাদ এলাম, কিন্তু সকাল থেকে ঘুরে ঘুরেও টিকিটের ব্যবস্থা করতে পারলাম না। সবগুলো কাউন্টার খুঁজেও টিকিট পাইনি।

শেয়ার