Top
সর্বশেষ

তারুণ্যের বন্ধনের আয়োজনে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

১২ জুলাই, ২০২২ ৩:২৯ অপরাহ্ণ
তারুণ্যের বন্ধনের আয়োজনে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কাঁহালগাও-দুলমা গ্রামের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কলেজ থেকে অনার্স পড়ুয়াদের হাত ধরে ২০১৮ সালে গড়ে উঠেছে অরাজনৈতিক ও সমাজসেবী সংগঠন ‘তারুণ্যের বন্ধন’।

প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে আসছে।পিছিয়ে পরা জনপদকে আলোর মুখ দেখাতে বদ্ধপরিকর এই সংগঠনের প্রতিটি সদস্য।

সম্প্রতি পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ক্রিকেট ফাইনাল ম্যাচ আয়োজন করে সংগঠনটি।ম্যাচটিতে দুই দলে(তারুণ্য – বন্ধন) ভাগ হয়ে খেলেন সংগঠনের সদস্যবৃন্দ।
খেলাটিতে তারুণ্য ক্রিকেট একাদশ ২৭ রানে পরাজিত হয় বন্ধন ক্রিকেট একাদশের কাছে।

খেলাশেষে সংগঠনটির সদস্যরা বলেন, তারুণ্যের বন্ধন একটি অরাজনৈতিক সমাজসেবামূলক সংগঠন। যে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সমাজের পিছিয়ে পরা মানুষের পাশে দাঁড়ানো। পিছিয়ে পরা জনপদকে আলোর সন্ধানে সহযোগিতা করা।আজকের খেলাটি মূলত আমাদের নিজেদের মধ্যে একটি গেটটুগেদার মাত্র। তারুণ্যের বন্ধন এগিয়ে যাবে বহুদূর।

খেলাশেষে, বিজয়ী এবং বিজিত দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন সংগঠনটির উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথি বৃন্দ।

 

শেয়ার