Top
সর্বশেষ

চিলমারীতে ‘ডেমনারপাড় ফুটবল ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত

১৩ জুলাই, ২০২২ ৩:২৭ অপরাহ্ণ
চিলমারীতে ‘ডেমনারপাড় ফুটবল ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত

‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল’ এই স্লোগান সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে প্রতি বারের ন্যায় এবারো ঈদ উপলক্ষে সান্ধকালিন ডেমনারপাড় ফুটবল ফেস্টিভ্যাল সিজন-৪ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলায় ৪টি দল অংশগ্রহণ করেছিলো। একদিনের এই টুর্নামেন্টে ফাইনাল খেলা বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন অতিথি বৃন্দ।

মঙ্গলবার উপজেলার মহিলা ডিগ্রি কলেজ মাঠে ডেমনারপাড় ছাত্র সমাজের আয়োজনে এই সান্ধকালিন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এইচ এম রহিমুজ্জামান সুমন।

এসময় মোঃ আবু আল আমিন সিদ্দিক স্বপনের সভাপতিত্বে এক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবু হোসাইন সিদ্দিক রানা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ সিদ্দিক শুভ, চিলমারী অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাওরাত হোসেন সোহেল, সাংবাদিক ও সহ-অধ্যাপক রাশেদুল আলম বাদল।

শেয়ার