কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোঃ চঞ্চল মাহমুদ হাওলাদার (৩৭) নামের এক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতার খোঁজ পাচ্ছে না তার পরিবার।
গত সোমবার (১১ জুলাই) রাতে তিনি নিজ বাড়ি থেকে বের হলেও দুই দিন ধরে খোঁজ না পাওয়ায় থানায় মঙ্গলবার (১২ জুলাই) রাতে ভুরুঙ্গামারী থানায় সাধারন ডায়েরী করেন চঞ্চল মাহমুদের মা সেতারা বেগম।
মঙ্গলবার রাতে চঞ্চল মাহমুদ নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ভূরুঙ্গামারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ।
অভিযোগ ও পরিবার সুত্রে জানা যায়, নিখোঁজ চঞ্চল মাহমুদ হাওলাদার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। গত সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে চঞ্চল নিজ বাড়িতে এসে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার ভোরে মা সেতারা বেগম ঘুম থেকে উঠে দেখেন চঞ্চল মাহমুদ হাওলাদারের ঘরের দরজা খোলা। ভিতরে প্রবেশ করে দেখেন ঘরে তার ছেলে নাই। মোবাইলে ফোন দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়। সারাদিন আত্মীয় স্বজনের বাসাসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে মঙ্গলবার রাত ৮টার দিকে ভূরুঙ্গামারী থানায় উপস্থিত হয়ে একটি সাধারণ ডায়রি করেন তিনি।
ভূরুঙ্গামারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ বলেন,চঞ্চল মাহমুদ হাওলাদারকে এখনো পাওয়া যায় নাই। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হচ্ছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়রি হয়েছে। ডায়রী নং ৫৫১। আমরা তাকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা করছি।