নানা বাড়িতে বেড়াতে এসে দিনাজপুরের খানসামায় আত্রাই নদীতে গোসল করতে নেমে জিতু (১২) নামে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মৃত জিতু খানসামা পানুয়াপাড়ার চাল ব্যবসায়ী মহুবারের নাতনী এবং সে পার্শ্ববর্তী নীলফামারী সদর উপজেলার ফকিরগঞ্জ এলাকার জুয়েলের মেয়ে।
প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, বুধবার (১৩জুলাই) দুপুরে খানসামা ডিগ্রি কলেজের পশ্চিম পার্শ্বে আত্রাই নদীতে তিন মামাতো ভাই-বোন মিলে গোসল করতে নামে। এই সময়ে নদীর গভীরে তলিয়ে যায় জিতু। পরে তাদের চিৎকারে পরিবারের লোকজন ও স্থানীয় জনতা এগিয়ে এসেও উদ্ধার করতে পারেনি। পরে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা এসে তাঁকে উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার ভারপ্রাপ্ত সায়েম বলেন, সাঁতারে অভিজ্ঞ না হওয়ায় অকালেই এই কিশোরী মারা যায়। এজন্য সকলের সচেতন ও সজাগ থাকা অত্যন্ত জরুরি।