Top
সর্বশেষ

উদয়ন ছাত্র ও সমাজকল্যাণ সংঘের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৩ জুলাই, ২০২২ ৭:৫৬ অপরাহ্ণ
উদয়ন ছাত্র ও সমাজকল্যাণ সংঘের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান 
নিজস্ব প্রতিবেদক :

হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নে সামাজিক সংগঠন “উদয়ন ছাত্র ও সমাজকল্যাণ সংঘ” এর আয়োজনে ১৯তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ১২ জুলাই রাজারগাঁও ফাজিল মাদ্রাসা অডিটোরিয়ামে অংশগ্রহণকারিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আনিসুর রহমান, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব মোঃ জয়নাল আবেদিন, সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক  মোঃ গিয়াস উদ্দিন মজুমদার, আল-আরাফা ইসলামী ব্যাংক এর ব্যবস্থাপক  মোঃ জাকির খান, এছাড়া মোটিভেশনাল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চিওড়া সরকারি কলেজের অধ্যাপক  দ্বীপক চন্দ্র সূত্রধর, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র  মোঃ জাহিদুল ইসলাম,ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ ইয়াছিন মিজি, এছাড়া জেলা ও উপজেলা আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদয়ন ছাত্র ও সমাজকল্যাণ সংঘের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম ইমরান এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উদয়ন ছাত্র ও সমাজকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক  মোঃ সাখাওয়াত হোসেন আতিফ।

 

বিপি/ আইএইচ

শেয়ার