Top
সর্বশেষ

শেরপুরে বিএনপি’র ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

১৩ জুলাই, ২০২২ ৮:১২ অপরাহ্ণ
শেরপুরে বিএনপি’র ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র শেরপুর সদর উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শেরপুর পৌরসভার মাধবপুর মহল্লায় ১২ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির জেলা সেক্রেটারী ও সদর উপজেলার আহ্বায়ক মো. হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পুণর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন শেরপুর-১ (সদর) আসনের ধানের শীষের মনোনীত সম্ভাব্য প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সদস্য সচিব মো. ফরহাদ আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. আমিনুল ইসলাম শিপন, মো. শফিকুল ইসলাম গোল্ডেন, মো. গোলাম জাকারিয়া বাদল, মো. মামুন-অর-রশিদ, মো. সাইফুল ইসলাম শ্যামল, আব্দুল হামিদ, মো. মঞ্জুরুল মুর্শেদ।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, সুখ-দুঃখে জনগণের পাশে থাকে বলেই ঈদের দিনেও বিএনপি দুর্দশাগ্রস্ত মানুষের পাশে ছিল, কোরবানীর গোশত, চাল, ডাল, তেল, ঈদের নতুন পোশাকসহ নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেছে।

বক্তারা দলের নেতাকর্মীদের প্রতি গণতন্ত্র ও বেগম খালেদা জিয়ার মুক্তির চূড়ান্ত আন্দোলনের সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চূড়ান্ত আন্দোলনের ডাক দেয়া মাত্রই সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে শরীক হতে হবে।

শেয়ার