Top
সর্বশেষ

চিলমারীতে পাঁচ সন্তানের জননীকে কোপালেন রিয়াজুল

১৪ জুলাই, ২০২২ ৩:৫৬ অপরাহ্ণ
চিলমারীতে পাঁচ সন্তানের জননীকে কোপালেন রিয়াজুল
এস এম রাফি চিলমারী (কুড়িগ্রাম) :

কুড়িগ্রামের চিলমারীতে শ্রবণ প্রতিবন্ধী পাঁচ সন্তানের জননীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে রিয়াজুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে গতকাল বিকেলে চিলমারী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভুগি ওই গৃহবধুর স্বামী। ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাইয়ুম। অভিযুক্ত রিয়াজুল ইসলাম (৩৫) রাণীগঞ্জ ইউনিয়নের মজারটারী গ্রামের গোলজার হোসেনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল বুধবার ফজরের নামাজ শেষে ওই গৃহবধূর স্বামী দ্বিতীয় ছেলেসহ নদীর পাড়ে জমি দেখতে যায়। এই সুযোগে রিয়াজুল ইসলাম ওই গৃহবধুর শয়ন কক্ষে গিয়ে জোড় পূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরে ঘরে থাকা ওই গৃহবধুর ছেলে মেয়ে বুঝতে পারলে এক পর্যায়ে গৃহবধূ ও তার ছেলে মেয়েদের বেধরক মারপিট করেন ওই ব্যক্তি। এঘটনা ধামাচাপা দিতে ওই শ্রবণ প্রতিবন্ধী গৃহবধূকে অভিযুক্ত রিয়াজুলের বড়ভাই সোলায়মান ‘দা’ দিয়ে কোপ দেয়।

এরপরও মুখ খুলতে চাইলে রিয়াজুলের অপর এক ভাই লুৎফর রহমান লোহার রোড দিয়ে বেধরক মারপিট করেন। এতে শ্রবণ প্রতিবন্ধী ওই গৃহবধূ অসুস্থ্য হয়ে পড়লে স্থানীরা হাসপাতালে ভর্তি করান।

এ ব্যাপারে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মন্জুরুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি ভিক্টিম খুবই অসুস্থ থাকায় চিকিৎসার জন্য দ্রুত চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দিয়েছি, ভিক্টিমকে আইনি সহায়তা দেয়ার জন্য আমাদের সব ধরনের চেষ্টা থাকবে।

‘অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’ বলে জানিয়েছেন চিলমারী মডেল থানার ওসি (তদন্ত) প্রাণকৃষ্ণ দেবনাথ।

 

শেয়ার