Top

মাগুরায় খাদ্য অফিসে দুর্নীতির কারনে দুই কর্মচারি বরখাস্ত

১৪ জুলাই, ২০২২ ৪:০৫ অপরাহ্ণ
মাগুরায় খাদ্য অফিসে দুর্নীতির কারনে দুই কর্মচারি বরখাস্ত
আরজু সিদ্দিকী, মাগুর :

মাগুরা জেলা খাদ্য অধিদপ্তরের প্রধান সহকারী সৈয়দা সানিয়া আক্তার ও অফিস সহায়ক আলমগীর হোসেনকে দুর্নীতি, অনিয়ম এবং স্বেচ্ছাচারিতার অভিযোগে সাময়িক বরখাস্তের আদেশ দিয়েছেন খুলনা বিভাগীয় খাদ্য কর্মকর্তা। তাছাড়া সাবেক জেলা খাদ্য কর্মকর্তা হাফিজুর রহমান প্রথম শ্রেণির পদমর্যদার অফিসার হওয়ায় তার বিরুদ্ধে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত ২৮ জুন তদন্ত কমিটি সরেজমিন মাগুরা খাদ্য অফিস ও গুদাম পরিদর্শন করে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ৩ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিলে এই শাস্তির আদেশ হয়।

মাগুরা জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছারিতার অভিযোগ অনেক দিনের। প্রতিটি মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহের জন্য সরকারি নির্দেশনা উপেক্ষা করে অধিকাংশ ভূয়া মিল মালিক সাজিয়ে বরাদ্দ দেওয়া হয়।

তদন্ত কমিটির প্রধান ও কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর চৌধুরী বলেন, ২০২১-২২ আমন সংগ্রহের যে ধান গুদামজাত করা হয়েছিল তার অর্ধকোটি টাকা মূল্যের ১৭০ মেট্রিক টন ধান চারটি মিল অর্থ্যাৎ ওসমান, রবিন্দ্রনাথ, ভাইভাই ও শহীদ রাইস মিলে বরাদ্দ দেয় মাগুরা খাদ্য অফিস। ওই ধান থেকে ১১১ মেট্রিক টন চাল ১৫ দিনের মধ্যে সরকারি গুদামে জমা হওয়ার কথা থাকলেও তিন মাসেও তা সংগ্রহ না হওয়ায় তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটি সরেজমিনে ২৮ জুন তদন্ত করার চিঠি দিলে তার আগের দিনরাতে মিলিয়ে মিলারদের সহযোগিতায় ওই চাল গুদামে মজুদ করে অফিস কর্মকর্তারা। অথচ ভাই ভাই রাইস মিলের মালিক সাব্বির হোসেন নাজমুলসহ অন্যান্য মিলাদের ওই ধান বরাদ্দের বিপরীতে সরকারি ব্যাংক পে-অর্ডার অফিসে জমা গ্রহণ ও প্রদান দেখানো হয়েছে চাল দেওয়ার পূর্বেই। ব্যাংক ও অফিসের খাতাপত্র তদন্ত করে ওই সকল পে-অর্ডার ভূয়া এবং অনিয়মের মাধ্যমে অফিস সহকারী সৈয়দা সানিয়া আক্তারের নেতৃতে করার প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া ভূয়া মিল মালিকদের তালিকা অনুসন্ধান করে খুলনা বিভাগীয় কর্মকর্তার নিকট ৩০ জুন তারিখে মাগুরার ৩ কর্মকর্তার নানা দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছারিতার প্রাথমিক সত্যতা উল্লেখ্য করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

সদ্য যোগদান কৃত মাগুরা জেলার ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মনোতোষ কুমার মজুমদার জানান, ৩০ জুন বৃহস্পতিবার বিকালে মাগুরা জেলা খাদ্য অফিসের প্রধান অফিস সহকারী সৈয়দা সানিয়া আক্তার ও অফিস সহায়ক আলমগীরকে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে সাবেক জেলা খাদ্য কর্মকর্তা হাফিজুর রহমান প্রথম শ্রেণির পদমর্যদার অফিসার হওয়ায় তার বিরুদ্ধে খাদ্য অধিদপ্তর আগামী এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি দাবি করেন।

 

শেয়ার