Top
সর্বশেষ

সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের পুণর্বাসনের দাবিতে মানববন্ধন

১৪ জুলাই, ২০২২ ৪:০৯ অপরাহ্ণ
সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের পুণর্বাসনের দাবিতে মানববন্ধন
সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের পুণর্বাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলার ক্ষতিগ্রস্ত পোল্ট্রি, ফিশারিজ ও ভেটেরিনারী খামারিদের উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাহাজ উদ্দিন সভাপতিত্বে ও সালেহিন চৌধুরী শুভ’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাইফুল সিদ্দিকী, নুরুল আলম সাগর, তোফাজ্জল হোসেন, ওয়াকিল সিদ্দিকী, রফিকুল ইসলাম, আজিজুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, ভয়াবহ বন্যায় জেলার সমস্ত খামারীদের অপুরণীয় ক্ষতি হয়েছে। অনেকেই পথে নেমে গেছেন। তাদেরকে ব্যাংক ঋণ, প্রনোদনা ও বীমার আওতায় এনে পুণর্বাসনের দাবী জানান সরকারের কাছে।

 

শেয়ার