Top
সর্বশেষ

নবনির্বাচিত চেয়ারম্যান সফিউল আযম চৌধুরীকে নাগরিক সংবর্ধনা

১৪ জুলাই, ২০২২ ৪:২৩ অপরাহ্ণ
নবনির্বাচিত চেয়ারম্যান সফিউল আযম চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
জে.আর.জামান, খানসামা (দিনাজপুর) :

গত ১৫ জুন দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়নকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার রাতে পাকেরহাট শহীদ মিনার চত্বর মুক্তমঞ্চে উপজেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের আয়োজনে রাজনৈতিক, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সুধীজনদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়৷

উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রেজাউল করিমের সভাপতিত্বে ও ভেড়ভেড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও খানসামা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ সরকার, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, কাস্টমস অফিসার বুলবুল আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা ছাত্রলীগ ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। এরপরে ঐতিহ্যবাহী গম্ভীরা গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

শেয়ার