Top
সর্বশেষ

উলিপুরে গরমে অতিষ্ঠ জনজীবন

১৫ জুলাই, ২০২২ ৪:৫১ অপরাহ্ণ
উলিপুরে গরমে অতিষ্ঠ জনজীবন
রোকন মিয়া, উলিপুর (কুড়িগ্রাম) :

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় গত কয়েক দিনের টানা ভ্যাপসা গরমে জনজীবন ব্যাহত হচ্ছে, এতে মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। তীব্র গরমের কারনে বেশী দূর্ভোগ পোহাচ্ছেন শিশু ও বয়স্করা। তাপ দাহের কারনে কৃষক সহ নিম্ন আয়ের মানুষরা ঠিকমত কাজে যেতে পারছেন না। ফলে দুর্বিষহ হয়ে উঠেছে জীবনযাত্রা। শুক্রবার দুপুর ১ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা আরও ২/৩ দিন অব্যাহত থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়।

আষাঢ় মাসে চলছে তাপদাহ। ভরা বর্ষা মৌসুমের মধ্যভাগে এসেও চৈত্র-বৈশাখের মতো ভ্যাপসা গরমে নাকাল এ এলাকার মানুষ।তীব্র গরমে পুড়ছে জনপদ, মাঠ-ঘাট ও শষ্যের ক্ষেত। কোথাও স্বস্তির বাতাস নেই। সর্বত্র গরম আর গরম, কখনও প্রচন্ড, আবার কখনও ভ্যাপসা গরম। বৈশাখী তান্ডব চলছে জনপদে, সূর্যের প্রখরতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। দুপুর হতে না হতেই সড়ক বাজার লোক শুন্য হচ্ছে। একটু প্রশান্তির জন্য গাছতলায় ঠাই নিচ্ছে মানুষ।মাঝে মাঝে হালকা বাতাস যেন প্রাণ জুড়িয়ে দেয়। আবার বৈদ্যুতিক ফ্যান যেন তাদের অন্যতম ভরসা। অস্বাভাবিক দাবদাহের কারণে অধিকাংশ ঘরে জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, চর্মরোগ, ডায়রিয়াসহ বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পড়ছে। হাসপাতাল-ক্লিনিক, ডাক্তারের চেম্বারে বাড়ছে রোগীর ভিড়। এতে ফার্মেসি গুলোতে প্যারাসিটামল জাতীয় ওষুধের চাহিদা বেড়েছে কয়েক গুণ। বিশেষ করে শিশু ও বয়স্ক লোকজন রোগে আক্রান্ত হচ্ছে বেশি।

জেলার গুনাইগাছ ইউনিয়নের অটোচালক লতিফুর রহমান, রনজু মিয়াসহ কয়েকজন বলেন, গরমেতে রাস্তাত বাইর হওয়া যায় না। এইদ্যান রইদোত কাঁই কটে যায়। অটো ছায়ায় নিয়া বসি আছি। যাত্রী নাই মাঝেমধ্যে দুইচারজন আইসে।এই গরম যে কয়দিন থাকে আল্লাহ জানে।

ব্রয়লার মুরগী খামারী দুলাল মিয়া বলেন, কয়দিন থাকি যে গরম তাতে মানুষের শান্তিত থাকা দায়। আরো এই গরমোত ব্রয়লার মুরগী টিকে কেমনে। স্ট্রোক করি ৩০ টা মুরগী মরি গেইছে। মুদি দোকানি রেজা আহমেদ বলেন, তীব্র গরমে বেশ অসুবিধায় পড়ছি। তবে এসময় গরমের কারণে কোল্ড ড্রিংকস ও ফ্রিজে রাখা পানির চাহিদা বেড়েছে।

এদিকে তীব্র গরমের মাঝেও পানি কমে যাওয়া জমিগুলোতে যেন দেশী মাছ ধরার প্রতিযোগিতা শুরু হয়েছে। স্হানীয় বাসিন্দারা ভোর থেকে শুরু করে পানি সেঁচে পুঁটি, টেংরা, মাগুর, শিং, চ্যাংসহ বিভিন্ন জাতের দেশী মাছ ধরছেন।

জেলার রাজারহাট আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সবুর মিয়া জানান, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। টানা বৃষ্টিপাত না হওয়ায় দিনের তাপমাত্রা আরো বৃদ্ধি পাবে। কুড়িগ্রাম জেলা জুড়ে গত এক সপ্তাহ ধরে গড় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিরাজ করছে।

 

শেয়ার