Top
সর্বশেষ

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে বাকৃবি অধ্যাপকের ছেলের মৃত্যু

১৫ জুলাই, ২০২২ ৫:১৬ অপরাহ্ণ
ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে বাকৃবি অধ্যাপকের ছেলের মৃত্যু
রাকিবুল হাসান রুবেল, ময়মনসিংহ :

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে সোয়াইব নামে নবম শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত ১০ টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বারের মোড়ে অবস্থিত রেললাইনে এই ঘটনাটি ঘটে। সোয়াইব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশু পুষ্টি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল-মামুনের বড় ছেলে।

সোয়াইব কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুলের ৯ম শ্রেণীর একজন মেধাবী ছাত্র ছিলেন। তার মা আহমেদ শিমু একজন লেখিকা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন। তিনি জানান, সোয়াইবের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহটি দাফন করা হবে।

 

শেয়ার