গাইবান্ধার সুন্দরগঞ্জে বৃহস্পতিবার রাতে নিখোঁজ স্কুলছাত্র সিহাবের লাশ আজ লালচামার কাপাসিয়া ঘাটে তিস্তা নদী থেকে উদ্ধার করা হয়েছে। নিহতের বাড়ি একই উপজেলার পুর্ব বেলকা গ্রামে । তার পিতা আনিসুর রহমান একজন ব্যবসায়ী।
নিহতের স্বজনরা জানায়,বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ৮ম শ্রেণীতে পড়ুয়া স্কুলছাত্র সিহাব তার বাবার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে রওনা দেয়। তার হাতে দোকানে বিক্রির টাকাও ছিলো । কাল রাতে আর বাড়িতে না ফেরায় তার বাবা আনিসুর রহমান ছেলে নিখোঁজের একটি জিডি করেন সুন্দরগঞ্জ থানায়। শুক্রবার বিকেলে নিখোঁজ সিবাবের লাশ কাপাসিয়া লাল চামার ঘাটে তিস্তা নদীতে ভেসে উঠলে গ্রামবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে স্বজনরা তার মরদেহ সনাক্ত করেন।
পরে পুলিশ এসে তার মৃতদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
সুন্দরগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুল আজিজ জানান ,দোকান থেকে বাড়ি যাওয়ার সময় কে বা কারা তাকে নির্জন স্থানে নিয়ে তার গায়ের গেঞ্জি দিয়ে গলায় শ্বাশ রোধ করে হত্যা করে লাশ তিস্তা নদীতে ফেলে দেয় বলে ধারনা করা হচ্ছে।