গোপালগঞ্জের কাশিয়ানীতে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুই দিন পর আমির হোসন লিটন (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে।
শনিবার (১৬ জুলাই) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার ঘাঘাধলইতলা এলাকার মধুমতি নদী থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এস এম আরিফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
আমির হোসন লিটন রাজধানী ঢাকার কদমতলি থানার রায়েরবাগ এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি ঢাকার একটি গ্যাস ওয়ারিং কোম্পানীতে চাকুরী করেন।
সিনিয়র স্টেশন অফিসার এস এম আরিফুল হক জানান, গত কয়েকদিন আগে স্ত্রী ও সন্তানদের নিয়ে কলসি ফুকরা গ্রামে বেড়াতে আসেন আমির হোসন লিটন। গত বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে বাড়ির পাশে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিঁখোজ হন তিনি। পরে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও খুলনা ফায়ার সার্ভিসে ৫ সদস্যের একটি ডুবুরী দল নদীতে তল্লাশী করে তার কোন সন্ধান পাননি।
পরে আজ শনিবার সকালে সদর উপজেলার ঘাঘাধলইতলা এলাকার মধুমতি নদীতে আমির হোসনের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরে পরিবারের লোকজন খবর পেয়ে মরদেহ উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেয়ে এসেছে।