Top
সর্বশেষ

খানসামায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

১৬ জুলাই, ২০২২ ৬:৫৭ অপরাহ্ণ
খানসামায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
জে.আর.জামান, খানসামা (দিনাজপুর) :

দিনাজপুরের খানসামা উপজেলা সদরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

নিহত মোটরসাইকেল চালক জাকির হোসেন (২৬) উপজেলার গোবিন্দপুর গ্রামের একরামুল মেম্বার পাড়ার তফসের আলীর ছেলে ও আমতলী বাজারের ব্যবসায়ী।

ঘটনাটি ঘটেছে শনিবার (১৬ জুলাই) দুপুর একটার দিকে খানসামা ব্র্যাক শাখা অফিসের সামনের পাকা সড়কে।

প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সাথে কথা বলে জানা যায়, মোটরসাইকেল চালক জাকির হোসেন খানসামা বাজার থেকে আমতলী যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে যায়। পরে লোকজন এগিয়ে এসে প্রথম খানসামা উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে পরে অবস্থার অবনতি হলে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ওসি খানসামা চিত্তরঞ্জন রায় বলেন, সড়ক দূর্ঘটনা রোধে সকলকেই সচেতনতা থাকতে হবে। এতে ক্ষতির হার কমবে।

শেয়ার