Top
সর্বশেষ

সুনামগঞ্জে বানভাসি মানুষের মাঝে নগদ অর্থ প্রদান

১৬ জুলাই, ২০২২ ৭:৪৫ অপরাহ্ণ
সুনামগঞ্জে বানভাসি মানুষের মাঝে নগদ অর্থ প্রদান
সুনামগঞ্জ প্রতিনিধি :

মৌলভীবাজার এসোসিয়েশন অব টরন্টো, কানাডা সংগঠনের উদ্যোগে সুনামগঞ্জে ঈদ পরবর্তী শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার সকাল ১১টায় সংগঠনের সভাপতি লায়েক চৌধুরী ও সাধারন সম্পাদক মূর্শেদ আহমদ মুক্তার সহযোগিতায় সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সামনে পৌর শহরের কালিপুর এলাকার শতাধিক অসহায় মানুষের হাতে নগদ অর্থ তুলে দেন জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল।

এ সময় উপস্থিত ছিলেন চপলের নেদারল্যান্ড প্রবাসী আশিক ওয়াসি,পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু,রাফিদ তানজিল হুদা,জেলা ছাত্রলীগের সহ সভাপতি অমিয় মৈত্র,সহ সভাপতি শাসসুল আবেদীন রাজন প্রমুখ।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল বলেছেন সুনামগঞ্জে স্মরণকালের এই ভয়াবহ বন্যায় যখন মানুষ দিশেহারা ঠিক সেই সময়টাতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পাশাপাশি দেশবিদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিত্তশালীরা সাহার্য্যর হাত বাড়িয়ে জেলাবাসীকে সহযোগিতার কথা জানান। তিনি এই সহযোগিতা অব্যাহত রাখতে সমাজের বৃত্তবানদের প্রতি আহবান জানান।

শেয়ার