Top

মাধবপুরে পাট জাগ দিতে ব্যস্ত কৃষকরা

১৭ জুলাই, ২০২২ ৩:৫৩ অপরাহ্ণ
মাধবপুরে পাট জাগ দিতে ব্যস্ত কৃষকরা
মাধবপুর (সিলেট) প্রতিনিধি :

সোনালী আঁশ পাটের সুদিন আবার ফিরে এসেছে। পাটচাষে সরকারি সুযোগ-সুবিধা পেয়ে আগের মতো পাট চাষে ঝুঁকছেন কৃষক।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ভাটি অঞ্চলে পাট কাটা ও জাগ দেওয়া নিয়ে কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন। উপজেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে পাট চাষ হয়েছে বলে জানান উপজেলা কৃষি অফিসার।

সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ভাটি অঞ্চলের গ্রাম-গঞ্জে পাট কাটা, জাগ দেওয়া, পাট থেকে আঁশ ছাড়ানো ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। নাম প্রকাশের অনিচ্ছুক এক পাট চাষি জানান, আগে নদী-নালা খাল-বিলে পানি কম থাকায় পাট জাগ দিতে কৃষকদের সমস্যায় পড়তে হত, তবে এ বছর পানি বেশি হওয়াতে পাট গাছ অনেক লম্বা হয়েছে, নদী-নালা খাল-বিলে পর্যাপ্ত পরিমাণ পানি থাকাতে এ বছর পাট জাগ দিতে সমস্যা হচ্ছে না, তবে যারা মৌসুমে শেষের দিকে পাট কাটবে তাদের হয়তো পাট জাগ দিতে সমস্যা হতে পারে, তখন নদী-নালা খাল-বিলে পানি অনেক কমে যাবে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা যায় দেশি জাতের পাটের ফলন ভালো হয়েছে তবে অন্য বিভিন্ন জাতের পাটগাছে পানি বেশি এবং জমে থাকার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক চাষী।

উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামের কৃষক ফেরদৌস মিয়া বলেন, এবার দেশি জাতের পাটের ফলন ভালো হয়েছে। এখন কেটে জাগ দিয়ে শুকাতে হবে। বাজার ভালো হলে এ বছর চাষিরা লাভবান হবেন বলে মনে করছেন তিনি। তিনি আরো জানান দেশি জাতের পাট ছাড়া অন্য জাতের পাটে অনেক ক্ষতিগ্রস্ত হয়ছে কৃষকরা, খরচের টাকাই তুলতে পারবো না আমরা।

উপজেলা কৃষি অফিসার আব্দুল আল মামুন জানান বন্যার পানিতে উপজেলার পাট চাষের তেমন বেশি ক্ষতি হয়নি তবে অন্যান্য কৃষি ক্ষেত্রে অনেক ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা গঠন করা হচ্ছে। তালিকা গঠন করে কর্তৃপক্ষের নিকট জমা দেওয়া হবে।

শেয়ার