”আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” এই সেস্নাগানকে সামনে রেখে মাগুরায় ভুমিহীন ও গৃহহীনদের জন্য ইতিমধ্যে সমগ্র মাগুরা জেলায় আশ্রয়ন প্রকল্প এবং ৩ টি গুচ্ছ গ্রাম প্রকল্প মিলে মোট ৬৭৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পূর্নবাসিত করার মাধ্যমে সমগ্র মাগুরা জেলা আগামী ২১ তারিখে ভূমিহীন ও গৃহহীন মুক্ত হতে যাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি মাসের ২১ তারিখে আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালী অংশগ্রহণ করে এই কর্মসূচির উদ্ধোধন করবেন। এ উপলড়্গে মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম গতকাল শালিখা উপজেলার ফকিরের বাছড়া ও মহাম্মদপুর উপজেলার চর জাঙ্গালিয়া গুচ্ছ গ্রামের নিমির্ত ঘরগুলিতে উপকারভুগিরা কেমন আছেন তা তিনি পরিদর্শন করেন।
এ সময় শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট কামাল হোসেন ও শালিখা নির্বাহী অফিসার তারিফ উল হাসান সহ স্থানীয় নেতৃবৃন্দ উপসি’ত ছিলেন।
শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নে গোপাল গ্রাম, দীঘি, কৃষ্ণপুর এবং শতখালি ইউনিয়নের ফকিরের বাছড়া, তালখড়ি ইউনিয়নের উজগ্রাম, সাবলাট, গঙ্গারামপুর ইউনিয়নের সোনাকুর ও শালিখা ইউনিয়নের শুরম্নশুনায় ১ম, ২য় ও ৩য় পর্যায়ে ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২২৪ টি ঘর প্রদান করা হয়। এর ফলে মাগুরা জেলার ৬৭৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার তাদের আবাসস’ল লাভের সুবিধা পাচ্ছে।