রংপুরে জ্বর-সর্দির প্রকোপ বাড়ায় প্যারাসিটেমলের কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দামে ভোক্তাদের কাছে ঔষধ বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ী। এমন অভিযোগের ভিত্তিতে রোববার দুপুরে রংপুর নগরীর ধাপ জেল রোড এলাকায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সংস্থার সহকারী পরিচালক আরিফ মিয়ার নেতৃত্বে এ অভিযানে নির্ধারিত দামের চেয়ে বেশি দাম নেওয়া, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও স্যাম্পল ঔষধ বিক্রির অভিযোগে ধাপ ও মেডিকেল মোড়ের ৫টি ফার্মেসীকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে আলম মেডিসিনকে এক হাজার টাকা, রায়হান মেডিসিনকে ১০ হাজার টাকা, নাবিয়্যাম ফার্মেসীকে ৫ হাজার টাকা, ভাই-ভাই মেডিসিনকে ৫ হাজার টাকা ও মজিদুল ফার্মেসীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফ মিয়া বলেন, শিশুদের জ্বর, ঠান্ডা জনিত রোগের ঔষধ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছিলো।
এরই প্রেক্ষিতে আমরা অভিযান পরিচালনা করে ৫টি ফার্মেসীকে জরিমানাসহ সতর্ক করেছি। এর পরের যদি কোন ব্যবসায়ী সংকোট সৃষ্টি করে বশি দামে ঔষধ বিক্রি কওে তাদেও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।