Top

পুঁজিবাজারের উন্নয়নে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

২০ জুলাই, ২০২২ ৩:৩৯ অপরাহ্ণ
পুঁজিবাজারের উন্নয়নে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস
নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (বিএসইসি) কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী-রুবাইয়াত-উল-ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় পুঁজিবাজারের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়। পুঁজিবাজারের উন্নয়নে প্রধানমন্ত্রী সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বুধবার (২০ জুলাই) বেলা ১২টা ৪৫ মিনিটে গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএসইসির মুখপাত্র মো. রেজাউল করিম বলেন, বন্যাদূর্গতদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিএসইসির পক্ষ থেকে ৫ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে। পুঁজিবাজারের সার্বিক বিষয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে। তিনি সবকিছু শুনেছেন এবং পুঁজিবাজারের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

জানা গেছে, বৈঠকে পুঁজিবাজার নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। যার প্রভাব অচিরেই পুঁজিবাজারে পড়বে। বৈঠক শেষে বিএসইসির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ কোটি টাকা অনুদান প্রদান করেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী-রুবাইয়াত-উল-ইসলাম।

প্রধানমন্ত্রীর সাথে এ সময় বিএসইসি’র শীর্ষ পর্যায়ের পুঁজিবাজার নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। বিএসইসি’র চেয়ারম্যান প্রধানমন্ত্রীকে এ সময় পুঁজিবাজারের সার্বিক অবস্থা সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি বাজারের উন্নয়নে বিএসইসির নেওয়া নানা পরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা চান। প্রধানমন্ত্রী আগ্রহ সহকারে কমিশনের মতামত শোনেন এবং পুঁজিবাজারের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ এবং কমিশনার  আব্দুল হালিম। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে এই অনুদান প্রদান করা হয়।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার