চট্টগ্রাম নগরীতে রিক্সা চালকের বুদ্ধিমত্তায় ধর্ষণের শিকার হওয়া নারীকে উদ্ধার করেছিল পুলিশ। সেই রিক্সাচালক আব্দুল হান্নানকে পুরস্কৃত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়।
বুধবার (২০ জুলাই) সকালে নিজ কার্যালয়ে ডেকে তার হাতে আর্থিক সহায়তা তুলে দেন সিএমপি কমিশনার। এ সময় সিএমপির উপকমিশনার (সদর) আমির জাফর এবং ডিসি উত্তর মোখলেসুর রহমান উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১৮ রাতে জিইসি মোড়ে এক গৃহবধুকে পালক্রমে ধর্ষণ করে ৬ পাষণ্ড। বিষয়টি টের পেটে রিক্সা চালক হান্নান পুলিশের জাতীয় জরুরী সেবা-৯৯৯এ ফোন করলে খুলশী থানা পুলিশ সেই নারীকে উদ্ধার করে এবং তিন বখাটে যুবককে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যে অপর তিন ধর্ষককে গ্রেপ্তার করে পুলিশ।