Top
সর্বশেষ

খানসামায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ

২১ জুলাই, ২০২২ ৩:২৭ অপরাহ্ণ
খানসামায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের খানসামা উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও পরিবার পরিকল্পনা বিভাগের ৬ শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র‌্যালী ও সভাকক্ষে আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে আলোকঝাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হিসেবে আলোকঝাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে আলোকঝাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (অতিরিক্ত দায়িত্ব) সীমা নাথ, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে আলোকঝাড়ি ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক আরফান সিরাজ, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে আলোকঝাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা (অতিরিক্ত দায়িত্ব) সীমা নাথ এবং শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে খামারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পরিবার কল্যাণ সহকারী মুক্তা বেগমকে ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

এসময় ইউএনও রাশিদা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খাজা আবু মুছা এহসান কিবরিয়ার সঞ্চালনায় ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, ওসি চিত্তরঞ্জন রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহসহ ইউপি চেয়ারম্যানবৃন্দরা ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শেয়ার