Top

সুনামগঞ্জে হাজিরা দিতে গিয়ে আদালতপাড়ায় যুবক খুন

২১ জুলাই, ২০২২ ৪:০০ অপরাহ্ণ
সুনামগঞ্জে হাজিরা দিতে গিয়ে আদালতপাড়ায় যুবক খুন
সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জে আদালতে হাজিরা দিতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। নিহত খোকন মিয়া সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার গলাখাই এলাকার বাসিন্দা।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে হাজিরা শেষ করে বের হওয়ার পর মামলার প্রতিপক্ষের কয়েকজন তাকে বেধড়ক মারধর করে এবং ছুরি দিয়ে আঘাত করে। পরে তার মৃত্যু হয়। নিহতের চাচাত ভাই মাশুক মিয়া বলেন, জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে ফয়েজ, শেফুল, সাহানের সঙ্গে মামলা চলছে। সে মামলায় হাজিরা দিতে আজকে আদালতে আসে। কিন্তু মামলার হাজিরা শেষ করার পর আমার ভাই উকিলের মুহুরির সঙ্গে দেখা করতে গেলে তাকে তারা খুন করে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাইদ। তিনি জানান, আদালত এলাকায় একটি খুনের ঘটনা ঘটেছে। পুলিশ তিনজনকে আটক করেছে।

শেয়ার