Top

এক সকালেই ৯ জনের মৃত্যু সড়কে

২৪ জুলাই, ২০২২ ১২:০৪ অপরাহ্ণ
এক সকালেই ৯ জনের মৃত্যু সড়কে
নিজস্ব প্রতিবেদক :

এক সাকালেই সড়কে ঝড়ল ৯ জনের প্রাণ। রবিবার (২৪ জুলাই) ভোর থেকেই এমটিই ছিল সড়কের চিত্র। সকালেই তিন দুর্ঘটনায় নয় জন মারা গেছেন। এর মধ্যে টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে দুজন, গাজীপুরে ট্রেনের ধাক্কায় চার জন ও কুমিল্লায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন প্রাণ হারান।

রবিবার ভোর ৫টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা নামক এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন।

এ দুর্ঘটনায় নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে একজন বাসচালক ও অপরজন ট্রাকচালক। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে পুলিশ।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) জ্বিলকদ হোসেন জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস ও ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ট্রাক সল্লায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ট্রাকের পিছনে ধাক্কা মারে। এতে হানিফ বাসের চালক ও ট্রাকচালক ঘটনাস্থলেই মারা যান। এ দুর্ঘটনায় আহত হয় ১০ জন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের শ্রীপুর উপজেলার মাইজপাড়া এলাকায় রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ট্রেনের ধাক্কায় শ্রমিক বহনকারী বাসের চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঘটনার সত্যতা স্বীকার করেছেন শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল করিম।

তিনি জানান, শ্রমিক বহনকারী একটি বাস মাইজপাড়া এলাকায় রেল ক্রসিং পার করার সময় ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোণার জাজিরাগামী বলাকা কমিউটার এক্সপ্রেস ট্রেনটি বাসটিকে ধাক্কা দেয়। এতে কমপক্ষে ১০ জন শ্রমিক আহত এবং চার জন নিহত হন।

এদিকে কুমিল্লার দেবীদ্বারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাহারপাড় এলাকায় সকাল সোয়া ৭টার দিকে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন, ফেনী সদর উপজেলার বনানী পাড়া এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজী (৫২), তার স্ত্রী জাহানারা আক্তার (৪৮) ও শ্যালিকা সালমা আক্তার নাজমা (৪৫)।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রেমধন মজুমদার বলেন, সাহারপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি সড়কের পাশে গাছের সাঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটিও উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, নিহত গিয়াস উদ্দিন গাড়িটি চালিয়ে ঢাকা থেকে নিজ বাড়ি ফেনীতে যাচ্ছিলেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও শ্যালিকা।

 

বিপি/ আইএইচ

শেয়ার