Top

চট্টগ্রাম বন্দর থেকে অবৈধভাবে বের হওয়া ২ গাড়ি বিদেশি মদ জব্দ

২৪ জুলাই, ২০২২ ২:৫৩ অপরাহ্ণ
চট্টগ্রাম বন্দর থেকে অবৈধভাবে বের হওয়া ২ গাড়ি বিদেশি মদ জব্দ
মুহাম্মদ দিদারুল আলম, চট্টগ্রাম :

চট্টগ্রাম বন্দর দিয়ে চীন থেকে মেশিনের সুতা আর ববিনের নামে দুই কনটেইনারের পরীক্ষা নিরীক্ষা শেষ হয়েছে। দুটি কনটেইনারের মধ্যে একটিতে ৮ ব্র্যান্ডের ১৬ হাজার ১১৭ লিটার মদ পাওয়া গেছে। এ ঘটনায় জালিয়াতির মাধ্যমে ৮ কোটি ৪৩ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়েছে।

রোববার (২৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার সাইফুল হক এসব বিষয় নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, দুটি কনটেইনারের মধ্যে একটি খুলে সব ধরনের যাচাই-বাছাই কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। অপরটির কার্যক্রম এখনো চলমান রয়েছে। এমএসসিইউ ৮২৬৬৭১৩ এক্স ৪০ নম্বরধারী কনটেইনারের ভেতর পাসপোর্ট স্কচ হুইস্কি, ব্যালেন্টাইন্স স্কচ হুইস্কি, মেটিয়াস দ্য অরজিনাল ওয়াইন, সিভাস রিগাল স্কচ হুইস্কি, জনি ওয়াকার রেড লেবেল/ব্ল্যাক লেবেল স্কচ হুইস্কি, টিচারস হাইল্যান্ড স্কচ হুইস্কি, স্মিরনোফ ভটকা ও সিএইচ রুশিও রেড ওয়াইন ব্র্যান্ডের মদ পাওয়া গেছে। মদের পরিমাণ ১৬ হাজার ১১৭ লিটার।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার সাইফুল হক বলেন, আমরা দুটি কনটেইনারের মধ্যে একটি খুলে সব ধরনের পরীক্ষার কাজ শেষ করেছি। সেখানে ৮ ব্র্যান্ডের মদ আমরা পেয়েছি। বন্দরে পণ্য উঠানামা, লেবার চার্জ, হ্যান্ডিলিং চার্জ সব মিলে ১% ল্যান্ডিং চার্জ ধরা হয়। সে হিসাবে চালানটির শুল্কায়নযোগ্য মূল্য প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা। এ চালানটিতে আমদানিকারক ৮ কোটি ৪৩ লাখ টাকার রাজস্ব ফাঁকি দেয়ার চেষ্টা করা হয়েছে।

এর আগে চট্টগ্রাম বন্দর দিয়ে চীন থেকে মেশিনের সুতা আর ববিনের নামে দুটি কনটেইনারে আনার তথ্য পায় চট্টগ্রাম কাস্টমস। আইপি জালিয়াতি করে বন্দর থেকে ছাড়িয়ে নিলেও নারায়ণগঞ্জে গিয়ে এসব মদ জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তারা। শুক্রবার (২২ জুলাই) ভোররাতে বিশেষ অভিযান চালিয়ে এ মদের চালান জব্দ করা হয়।

কুমিল্লা ইপিজেডের হেশি টাইগার কোম্পানি লিমিটেডের নামে ২০ জুলাই টেক্সটার্ড ইয়ান ঘোষণায় চীন থেকে আনা ১৯ হাজার ৬৫০ কেজি ওজনের চালানটি খালাসের জন্য কাস্টম হাউসে বিল অফ এন্ট্রি দাখিল করে। একইদিন ঈশ্বরদী ইপিজেডের বিএইচকে টেক্সটাইল লিমিটেডের নামে চীন থেকে আসা রোভিং মেশিন ববিন ঘোষণায় ২০ হাজার ৭৫০ কেজি ওজনের চালানটিও খালাসের জন্য বিল অফ এন্ট্রি দাখিল করা হয়। সিঅ্যান্ডএফ হিসেবে ছিল চট্টগ্রামের ডবলমুরিংয়ের ৬৯৯ কেবি দোভাষ লেনের জাফর আহমেদ। দুইটি চালানে বিপুল পরিমাণে তরল মদ পাওয়া গেছে। আইপি জালিয়াতি করে কুমিল্লা ও ঈশ্বরদী ইপিজেডের দুটি প্রতিষ্ঠানের নাম অপব্যবহার করে মেশিনারি ও ববিন ঘোষণায় চালান দুটি খালাস করা হয়। দুটি চালানের একটির ইনভেন্ট্রি কার্যক্রম শেষ হয়েছে। অপরটি চলমান রয়েছে। উচ্চ শুল্কের পণ্য হওয়ায় বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি হয়েছে এ দুটি চালানে।

শেয়ার