Top
সর্বশেষ

ময়মননিংহের ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

২৪ জুলাই, ২০২২ ৪:২৮ অপরাহ্ণ
ময়মননিংহের ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
রাকিবুল হাসান রুবেল, ময়মনসিংহ :

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন ট্রাক চালক অপরজন প্রাইভেটকার চালক বলে জানায় পুলিশ।

নিহতরা হলেন, ট্রাক চালক বগুড়ার শিবগঞ্জের আব্দুল হালিম (৩০) ও প্রাইভেটকার চালক ময়মনসিংহের ধোবাউড়ার সাইফুল ইসলাম (৩৬)।

ঈশ্বরগঞ্জ থানার এসআই রেজাউল করিম জানান, রবিবার সকাল সাড়ে ৬ টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জের হারুয়া বাজারের কাছে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা কলমাকান্দাগামী একটি যাত্রীবাহী বাস ও কিশোরগঞ্জগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক সাইফুল মারা যায়। অন্যদিকে রাত ১টার দিকে একই সড়কের ঈশ্বরগঞ্জ ব্র্যাক অফিসের সামনে এক ট্রাক অপর ট্রাকের পিছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে এক ট্রাক চালকের মৃত্যু হয় আহত হয় চালকের সহকারী। আহত চালকের সহকারী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। বাসটি জব্দ করা হলেও ট্রাক ও বাস চালক দুজনই পালিয়ে গেছে।

শেয়ার