ইউপি চেয়ারম্যানের দূর্নীতির খবর পত্রিকায় প্রকাশের জের ধরে রংপুরে ৩ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করায় রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন-সমাবেশ করেছে রংপুরে কর্মরত সাংবাদিকরা।
এসময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, রংপুর সদর উপজেলার সদ্যপুস্করনী ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা ভিজিডি চালের কার্ড বিতরণে অনিয়ম ও দূর্নীতি করেছে। দুঃস্থদের এক কার্ড তিনি তার আত্মীয়-স্বজনদের মাঝে বিলি করেছেন। ফলে প্রকৃত মানুষেরা সরকারের এ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।
এর আগেও সরকারী চাল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান সোহেল রানাকে র্যাব গ্রেফতার করেছিল। তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় ত্রাসের
রাজস্ব কায়েম করছেন। কেউ তার বিরুদ্ধে কথা বললে চেয়ারম্যান ও তার লোকজনের দ্বারা হামলা-মামলার শিকার হন।
ভিজিডি চালের কার্ড বিতরণের খবর প্রকাশ করায় সাংবাদিক মহিউদ্দিন মখদুমী, মামুন রশীদ ও শরিফুল ইষলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেনচেয়ারম্যান সোহেল রানা। সমাবেশে বক্তারা অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলন ঘোষণার হুমকি দেন।
সমাবেশে বক্তব্য রাখেন, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ বায়েজিদ আহমেদ, প্রেসক্লাবের সদস্য ফরহাদুজ্জামান ফারুক, রবীন চৌধুরীসহ অন্যরা।