Top
সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে ফের মদের কনটেইনার ধরা পড়ল

২৪ জুলাই, ২০২২ ৫:২১ অপরাহ্ণ
চট্টগ্রাম বন্দরে ফের মদের কনটেইনার ধরা পড়ল
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম বন্দরের ভেতর বিদেশি তরল মদভর্তি একটি কনটেইনার জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। রোববার (২৪ জুলাই) দুপুরে কনটেইনারটি জব্দ করা হয়।

চট্টগ্রাম কাস্টমস এআইআর শাখার ডেপুটি কমিশনার মো. সাইফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ চালান জব্দ করা হয়। এই চালানটি আইপি জালিয়াতির মাধ্যমে আমদানি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চালানটি রিস্ক ম্যানেজমেন্টের আওতায় লক করা হয়েছে।

জানা গেছে, এ চালানটির আমদানিকারক চট্টগ্রাম সিইপিজেডের ডং জিং ইন্ডাস্ট্রিয়াল (বিডি) কোম্পানি। এর সিঅ্যান্ডএফ এজেন্টের নাম জাফর আহমেদ।

এর আগে, শনিবার (২৩ জুলাই) জালিয়াতির মাধ্যমে আমদানি ও খালাস করা দুই কনটেইনার মদ উদ্ধার করা হয় নারায়ণগঞ্জ থেকে। ওই দুই কনটেইনারে এক হাজার ৩৩০ কার্টন বোতলজাত মদ উদ্ধার করা হয়। মিথ্যা ঘোষণায় আমদানি করা এ দুই চালানে প্রায় ২৫ কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা হয়েছিল বলে জানিয়েছে কাস্টমস।

শেয়ার