দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং ইভিএম চায় না বাংলাদেশ মুসলিম লীগ। ‘না’ ভোটের ব্যবস্থা ফিরিয়ে আনারও দাবি জানিয়েছে দলটি। দলটি তফসিল ঘোষণার দিন থেকে ফলাফল গেজেট আকারে প্রকাশ করা পর্যন্ত জনপ্রশাসন, তথ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন কমিশনের অধীনে রাখার সুপারিশ করেছে।
নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) আয়োজন করা সংলাপে অংশ নিয়ে সংলাপের সপ্তম দিন সোমবার এ দাবি জানিয়েছে মুসলিম লীগ। দলের মহাসচিব কাজী আবুল খায়েরের নেতৃত্বে ১২ সদস্য সকাল সাড়ে ১০টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আলোচনায় অংশ নেন।
সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্যে তিনি বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে ইসি এই সংলাপের আয়োজন করেছে। বৈঠকে ইসির সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ কমিশনের চার কমিশনার উপস্থিত ছিলেন।
দলের সভাপতি বদরুদ্দোজা সুজা ও মহাসচিব কাজী আবুল খায়ের স্বাক্ষরিত একটি প্রস্তাব ইসিতে জমা দেয় বাংলাদেশ মুসলিম লীগ। এতে ১৯টি সুপারিশ তুলে ধরা হয়।
সুপারিশে মুসলিম লীগ বলেছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত কোনো কর্মকর্তা বা কর্মচারীকে নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বে রাখা যাবে না। রিটার্নিং অফিসারের দায়িত্ব জেলা প্রশাসকের পরিবর্তে, জেলা জজের সমমর্যাদা সম্পন্ন যে কোনো বিশেষ জজকে দেয়া যেতে পারে।
দলটি তফসিল ঘোষণার দিন থেকে ফলাফল গেজেট আকারে প্রকাশ করা পর্যন্ত জনপ্রশাসন, তথ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন কমিশনের অধীনে রাখার সুপারিশ করেছে।
প্রস্তাবে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও প্রভাবমুক্ত করার স্বার্থে, নির্বাচনের তিন মাস আগে জাতীয় সংসদ বিলুপ্ত করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরকারের নিকট আনুষ্ঠানিক প্রস্তাব রাখার অনুরোধ জানানো হয়।
দলটির আরও দাবির মধ্যে রয়েছে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা প্রবর্তন, ভোটার ও ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ ও কাস্টিং ভোট ৫১ শতাংশের কম হলে পুনর্নির্বাাচন।
ইসির কাছে প্রস্তাব জানিয়ে দলটি বলেছে, ইভিএম ব্যবহার করে ভোটাধিকার প্রয়োগের জন্য জাতি প্রস্তুত নয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সর্বনাশা সংস্কৃতি রুখে দিতে ‘না’ ভোট প্রচলনের জোর দাবি জানাচ্ছি।
এ দিন চরটি দলের সঙ্গে সংলাপ সুচি নির্ধারণ করা হয়েছিল। তবে দুটি টি দল অংশ না নিলেও বাংলাদেশ মুসলিম লীগ ও বাংলাদেশের ওয়াকার্স পার্টি সপ্তম দিনের এ সংলাপে অংশ নিয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে ভোটের দেড় বছর আগেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি। এ লক্ষ্যে ৩৯টি রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার আহ্বান জানানো হয়।
তবে নির্দলীয় তত্ত্ববধায়ক সরকারের দাবিতে অনড় থাকা বিএনপিসহ বেশ কয়েকটি সমমনা দল ইসির এ সংলাপ বর্জন করেছে।
সপ্তম দিনে এসে ২৪টি দলের সঙ্গে সংলাপ হওয়ার কথা থাকলেও ৬টি দল সংলাপ বর্জন করায় সোমবার পর্যন্ত সংলাপে অংশ নেয়া দলের সংখ্যা দাঁড়িয়েছে ১৮টি।
বিপি/ আইএইচ