Top
সর্বশেষ

এবার কোপা দেল রে থেকে বিদায় রিয়ালের

২১ জানুয়ারি, ২০২১ ২:৫৮ অপরাহ্ণ
এবার কোপা দেল রে থেকে বিদায় রিয়ালের
স্পোর্টস ডেস্ক :

কতটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ, এর সবচেয়ে বড় প্রমাণটা যেন মিলল এবার। তৃতীয় সারির দল আলকোইয়ানোর বিপক্ষে শেষ দিকে গোল খেয়ে বসল তারা। ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে। সেখানে প্রতিপক্ষ পরিণত হলো ১০ জনের দলে। তাদের বিপক্ষেই হেরে কোপা দেল রে থেকে বিদায় নিল জিনেদিন জিদানের দল।

প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে শেষ বত্রিশের ম্যাচে ২-১ গোলে হেরেছে রিয়াল। এদের মিলিতাওয়ের গোলে তারা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন হোসে সোলবেস। আর শেষে হুয়ানান কাসানোভার গোলে অবিশ্বাস্য জয়ের আনন্দে মাঠ ছাড়ে আলকোইয়ানো।

লা লিগায় গত বছরের শেষ ম্যাচে এলচের মাঠে ড্র করার পর নতুন বছরের শুরুতে সেল্তা ভিগোর বিপক্ষে ঘরের মাঠে জিতেছিল রিয়াল। এরপর ওসাসুনার মাঠে আবারও পয়েন্ট হারিয়ে বসে মাদ্রিদের দলটি।

লিগে অমন হতাশাজনক পথচলার পর গত বৃহস্পতিবার স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে বিদায় নেয় টুর্নামেন্টটির গতবারের চ্যাম্পিয়ন রিয়াল।

এবার বিদায় নিল কোপা দেল রেতে প্রথম খেলতে নেমেই। গতবার এই প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত উঠেছিল তৃতীয় সর্বোচ্চ এর ১৯ বারের চ্যাম্পিয়নরা।

জয়ে ফিরতে মরিয়া লা লিগা চ্যাম্পিয়নদের দুর্বল আলকোইয়ানোর বিপক্ষেও শুরুতে বেশ ভুগতে দেখা যায়। নিয়মিত খেলোয়াড়দের অনেককে বাইরে রেখে খেলতে নামা রিয়াল কয়েকটি সুযোগ নষ্টের পর এগিয়ে যায় বিরতির ঠিক আগে।

কর্নারে উড়ে আসা বল স্বাগতিক ডিফেন্ডাররা ক্লিয়ার করতে ব্যর্থ হলে দুই সতীর্থের পা ঘুরে পান মার্সেলো। স্বদেশি এই ডিফেন্ডারের দারুণ বাঁকানো ক্রসে হেডে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান রাইট-ব্যাক মিলিতাও।

৮০তম মিনিটে গোল খেয়ে বসে রিয়াল। কর্নারে সতীর্থের হেড পাস গোলমুখে পেয়ে টোকা দিয়ে বল জালে জড়ান সোলবেস।

গোল খেয়ে প্রচণ্ড চাপ বাড়ায় রিয়াল; কিন্তু সাফল্য আর মেলেনি। নির্ধারিত সময়ে কেউই জালের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ১১০তম মিনিটে কাসেমিরোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন স্বাগতিক মিডফিল্ডার রামোন লোপেস।

প্রতিপক্ষে এক জন কম থাকার সুযোগও কাজে লাগাতে পারেনি রিয়াল। উল্টো ১১৫তম মিনিটে হজম করে দ্বিতীয় গোল। ছয় গজ বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন হুয়ানান। আসরের অন্যতম সেরা অঘটনের শিকার হয়ে বিদায় নেয় স্পেনের সফলতম দলটি।

শেয়ার