Top
সর্বশেষ

রংপুরে তরুণীর মরদেহ উদ্ধার

২৫ জুলাই, ২০২২ ৬:২৯ অপরাহ্ণ
রংপুরে তরুণীর মরদেহ উদ্ধার
সাজ্জাদ হোসেন বাপ্পী, রংপুর :

রংপুরের পীরগাছায় মাটির নিচে পুতে রাখা অজ্ঞাত এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমাবার দুপুরে উপজেলার তালুক ঈশাদ নয়াটারি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পীরগাছা থানার ওসি মাসুমুর রহমান জানায়, জমিতে মাটি খোড়া দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে মাটি খুঁড়ে নারীর মাথা দেখতে পেয়ে লোকজন পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে মাটির নিচ থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তরুণীর বয়স ১৮-২০ বছরের মধ্যে। মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

শেয়ার