Top
সর্বশেষ

সুনামগঞ্জে প্রশাসনের ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকা অনুদান প্রদান

২৫ জুলাই, ২০২২ ৬:৪০ অপরাহ্ণ
সুনামগঞ্জে প্রশাসনের ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকা অনুদান প্রদান
সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় বন্যার্তদের সাহায্যে জেলা প্রশাসনের ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকা যৌথ ভাবে অনুদান দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও রাজনীতিবিদ সেলিম আহমেদও তাঁর ব্যবসায়ীক পার্টনার জিয়াউল হক ও আজাদ হোসেন।

সোমবার দুপুর সাড়ে ১২ টায় ১০ লক্ষ টাকার চেক জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে।এবিষয়ে বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব সেলিম আহমেদ বলেন, রাজনৈতিক পরিবারে আমার জন্ম,আমরা সব সময়ই দরিদ্র অসহায় মানুষের কাছাকাছি থাকি। লোকজনের অসহায়ত্বকে পুঁজি করে গুটিকয়েক পরিবারকে সাহায্য সহায়তা করে মিডিয়াতে ঝড় তোলার ব্যক্তি আমি নই। আমি ও আমার বড় ভাই বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন সহ সুনামগঞ্জের পানিবন্দী লোকজনকে উদ্বার করেছি,ঘরে ঘরে গিয়ে রান্নাকরা খাবার সহ ত্রাণ সামগ্রী পৌছে দিয়েছি।

এরই ধারাবাহিতায় বন্যা পরবর্তী ত্রাণ সহায়তায় জেলা প্রশাসনের ত্রাণ সহায়তা তহবিলে আমরা ৩ ব্যবসায়ী মিলে যৌথভাবে ১০ লাখ টাকা অনুদান প্রদান করেছি। আমি মনে সরকারে পাশাপাশি সমাজের বিত্তবানরা এগিয় আসলে যেকোন প্রাকৃতিক দুর্যোগ সহজেই মোকাবিলা করা সম্ভব।

শেয়ার