Top

মাধবপুরে দুই রাবার ড্যাম এলাকাকে সংরক্ষিত ঘোষণা

২৫ জুলাই, ২০২২ ৭:০৯ অপরাহ্ণ
মাধবপুরে দুই রাবার ড্যাম এলাকাকে সংরক্ষিত ঘোষণা
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী এবং বহরা সোনাই নদী রাবার ড্যামের উভয় পাশে ৫০০ মিটার এলাকা সংরক্ষিত এলাকা ঘোষনা করে এর মধ্যে বালু উত্তোলন ও বিক্রয় সম্পূর্ণ রুপে নিষিদ্ধ ঘোষণা করে সাইনবোর্ড স্থাপন করেছে মাধবপুর উপজেলা প্রশাসন।

সোমবার সকালে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন উপস্থিত থেকে উল্লেখিত এলাকাকে সংরক্ষিত এলাকা হিসাবে ঘোষনা করে জানান পরিবেশ, অবকাঠামো ও সামগ্রিক উন্নয়নের স্বার্থে অবৈধ দখলদার এবং বালু উত্তোলন করে পরিবেশকে হুমকির মুখে ফেলা দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে প্রশাসন।

এসময় উপস্থিত ছিল সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন, উপজেলা নির্বাহী প্রকৌশলী শাহ আলম, চেয়ারম্যান আলাউদ্দিন, মাহবুবুর রহমান সোহাগ,সাবেক চেয়ারম্যান আতাউর রহমান চৌধুরী সেলিম, রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আবুল মোবারক, সেক্রেটারি সুজন মিয়া, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ।

শেয়ার