তিন বছরের জন্য ভোলা জেলা সেচ্ছাসেবক লীগের আংশিক নতুন কমিটি গঠন করা হয়েছে। মো. আবু ছায়েমকে সভাপতি মো. আকতার হোসেনকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয় ।
সোমবার (২৫ ই জুলাই) রাতে কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবু’র স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষনা জানানো হয়। নতুন কমিটিতে অন্যরা হলেন-সহ-সভাপতি এ বি এম সিদ্দিকী পারভেজ, মো. হাসান লিটন, মো. সাইফুল ইসলাম নয়ন, মো. সাখাওয়াত হোসেন রনি, মো. ফজলুল কাদের, সামছুল আলম সিপন, আমিনুল ইসলাম কচি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবিদুল আলম আবিদ, আকবর হোসেন, ইসমাইল হোসেন নয়ন, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম চৌধুরী পাপন, মো. হাবিব উল্লাহ রোকন, মমিনুল একরাম মুবিন ও গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদকমেহেদী হাসানের নাম ঘোষনা করে ১৬ সদস্য বিশিষ্টি এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটির সভাপতি আবু ছায়েম ও সাধারন সম্পাদক আকতার হোসেন কে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে এ কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।