জয়পুরহাটের দুটি পৌরসভার ভোট গ্রহণ শুরু হয়েছে। দীর্ঘ এক যুগ পর প্রথম বারের মত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ( ইভিএম) জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ভোট গ্রহণ চলছে।
পাঁচবিবি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীসহ ৬জন মেয়র, ৪৯জন সাধারণ কাউন্সিলর ও ১৭জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৯টি কেন্দ্রে ৭১টি বুথে ১০হাজার ২৬০জন পুরুষ ও ১০হাজার ৮৩১জন মহিলা ভোটার তাদের পছন্দেররপ্রার্থীকে ভোট দিবেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ঝুঁকিপূর্ণ কোন কেন্দ্র না থাকায় ভোটারগণ শান্তিপূর্ণ ভাবে ভোট দিবেন।
অন্যদিকে ক্ষেতলাল পৌরসভার ভোট গ্রহণ ও শুরু হয়েছে ইভিএমে। তবে এই পৌর সভায় মেয়র পদে কোন প্রতিদন্দী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হওয়ায় সেখানে শুধু কাউন্সিলরার ভোট চলছে।