Top

আইএমএফের কাছে ঋণের আবেদন করেছি: অর্থমন্ত্রী

২৭ জুলাই, ২০২২ ৩:২৬ অপরাহ্ণ
আইএমএফের কাছে ঋণের আবেদন করেছি: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :

বৈদেশিক মুদ্রার লেনদেনের ভারসাম্য রক্ষায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ঋণের আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এই ঋণের অঙ্ক কত, তা জানাননি তিনি।

ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানান।

মুস্তফা কামাল বলেন, ‘এখন আমাদের ঋণ দরকার। সে জন্য আমরা আইএমএফের কাছে আবেদন করেছি।’

‘আইএমএফের প্রতিনিধিদের সঙ্গে সাম্প্রতিক আলোচনা শেষে আপনি বলেছিলেন, আমরা আইএমএফের কাছ থেকে এখন কোনো ঋণ নেব না। আমাদের অর্থনীতি ভালো অবস্থানে আছে। এরই মধ্যে এমন কী পরিস্থিতি হলো যে, আপনি আবার আইএমএফের কাছে ঋণ চেয়েছেন?’

এক সাংবাদিক উল্লিখিত প্রশ্ন করলে জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘তখন আমরা যদি টাকা চাইতাম, আইএমএফ নানা শর্ত দিত; দরকষাকষির জন্য আমরা সুযোগ পেতাম না। সে জন্য তখন চাইনি। তখন আমরা একটু ভাব দেখাইছি। এটা দেশের স্বার্থে করা হয়েছে। ঋণ নিলে সকলের জানার অধিকার আছে। আমার কাজ হচ্ছে তার ব্যাখ্যা দেয়া।’

ডলার সংকট মোকাবিলায় অনেক উদ্যোগ নেয়ার পরও কোনো কাজে আসছে না কেন, সে প্রশ্নের জবাবে মোস্তফা কামাল বলেন, ‘কাজ হবে; একটু সময় লাগবে। এক্সপোর্ট বাড়ছে, রেমিট্যান্সও বাড়ছে। গত বছর রেমিট্যান্স কিছুটা কম হলেও চলতি অর্থবছর আশা করছি ভালো রেমিট্যান্স পাব। রেমিট্যান্স এবং এক্সপোর্টের মাধ্যমেই ডলারের চাহিদা মেটানো হবে।’

তিনি বলেন, ‘কিছু আমদানিকারক মূল্যবৃদ্ধির কারসাজি করে আমদানি করছে। আমরা এসব অনিয়ম খতিয়ে দেখছি, তবে ডলারের মূল্য নির্ধারিত হবে চাহিদার এবং জোগানের ভিত্তিতেই।’

ব্যাংক খাতে নয়-ছয় সুদহার উঠিয়ে দেয়ার কথা বলেছে আইএমএফ। এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘দেশের অর্থনীতি এখন ভালো অবস্থানে আছে। যদি নয়-ছয় নির্ধারিত না করা হতো তাহলে কোভিডের সময় ছোট, বড়, মাঝারি কোনো ব্যবসা প্রতিষ্ঠানই টিকে থাকতে পারত না। ভয়াবহ বেকারত্ব সৃষ্টি হতো। আমি মনে করি ব্যাংক খাতে আমানত ও সুদের হার নয়-ছয় করার উদ্যোগটি ভালো। আইএমএফ যা বলছে, তা ঠিক নয়।’

তিনি আরও বলেন, ‘সুদহার নয়-ছয় করার কারণে ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরে এসেছে। বেসরকারি খাতও চাঙা হয়েছে। সুতরাং আইএমএফ যে কথা বলেছে, তা সঠিক নয়।’

আইএমএফের পাশাপাশি দাতা সংস্থা ও উন্নয়ন সহযোগীদের কাছে ঋণ চাওয়া হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা শুধু আইএমএফ নয়; বিশ্বব্যাংক, জাইকা, এডিবিসহ সকল দাতা সংস্থা ও উন্নয়ন সহযোগীদের কাছে ঋণ সহায়তা চাইব। আমাদের প্রতি তাদের পূর্ণবিশ্বাস আছে।

‘ঋণ দেয়ার জন্য তারা আমাদের পিছে পিছে আছে। কারণ বাংলাদেশ একটি ভালো দেশ, ঋণ পরিশোধের সক্ষমতা আছে। উন্নয়ন সহযোগীদের বাংলাদেশর ওপর পূর্ণ আস্থা আছে। তারা জানে, বাংলাদেশ সময়মতো ঋণ পরিশোধ করতে পারবে।’

 

বিপি/এমএইচ

শেয়ার