Top
সর্বশেষ

পবিপ্রবি সাংবাদিক সমিতির কমিটি গঠিত

২৭ জুলাই, ২০২২ ৫:৫২ অপরাহ্ণ
পবিপ্রবি সাংবাদিক সমিতির কমিটি গঠিত
পবিপ্রবি প্রতিনিধি :

পবিপ্রবি সাংবাদিক সমিতির(পবিপ্রবিসাস) ২০২২-২৩ সেশনের কার্যকরী কমিটি গঠিত হয়েছে।

আজ ২৭ জুলাই (বুধবার) পবিপ্রবি সাংবাদিক সমিতির উপদেষ্টা অধ্যাপক এ.বি.এম মাহবুব মোর্শেদ খান, সহযোগী অধ্যাপক সুজন কান্তি মালী, সহকারী অধ্যাপক মোঃ মোমিন উদ্দিন, সহকারী অধ্যাপক মোঃ আবুবকর সিদ্দিকির সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটি প্রকাশ পায়।

দৈনিক মানবজমিন প্রতিনিধি আনিসুর রহমান কে সভাপতি এবং দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি নূর মোহাম্মদ শাহিন কে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি সাজ্জাদ হোসেন(দৈনিক অধিকার), যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন(দৈনিক ভোরের ডাক) সাংগঠনিক-সম্পাদক মারসিফুল আলম রিমন(দৈনিক বানিজ্য প্রতিদিন),দপ্তর ও প্রকাশনা সম্পাদক মোঃ জান্নাতীন নাঈম জীবন(প্রজন্ম নিউজ), কোষাধ্যক্ষ আবু হাসনাত তুহিন(দৈনিক মতবাদ), কার্যকরী সদস্যরা হলেন সাইফুল আরেফিন(সময়ের খবর), ওয়াসিফা রহমান অরনি(জাগো বুলেটিন) আবির মাহমুদ(দৈনিক বরিশাল), ফারহা তৃণ(দৈনিক যুবকন্ঠ) ,এস.এম. ওমর(News.dhaka24live)

শেয়ার