Top
সর্বশেষ

জাবিতে রিদমের ‘শেডস অব ব্লু’ কনসার্ট 

২৭ জুলাই, ২০২২ ৮:৪৭ অপরাহ্ণ
জাবিতে রিদমের ‘শেডস অব ব্লু’ কনসার্ট 
জাবি প্রতিনিধি :
দীর্ঘ আড়াই বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রিদমের  আয়োজনে চলছে  ‘শেডস অব ব্লু কনসার্ট’। কনসার্ট  ঘিরে দর্শনার্থীদের পদচারণায় মুখর বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর প্রাঙ্গন।
করোনা মহামারীর সময়ে অনেকটা স্থবির হয়ে পড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গণে এসেছে প্রাণের জোয়ার।
বুধবার (২৭জুলাই) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবহন চত্বরে চলছে এই কনসার্ট।
 এতে অংশ নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক সংগঠন  রিদমের সদস্যবৃন্দ।
কনসার্ট  ঘিরে সাধারণ শিক্ষার্থীদের  মিলনমেলায় পরিণত হয়েছে পরিবহন চত্বরটি ।
দর্শনার্থীরা জানান, অনেকদিন পর আবার সাংস্কৃতিক ছোঁয়া পেয়েছে, কনসার্ট দেখতে পেয়ে খুব আনন্দ হচ্ছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রিদমের সভাপতি আঁখি নন্দী  জানান, সাংস্কৃতিক রাজধানী খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের  সাংস্কৃতিক সংগঠন রিদম নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান  করে যাচ্ছে। করোনা মহামারির প্রকোপের পর এটাই হচ্ছে আমাদের প্রথম অনুষ্ঠান।
তিনি আরো বলেন, আমাদের বড় কোন মোটিভ ছিলো না, একটা সাংস্কৃতিক সংগঠন হিসেবে গান শুনানো আমাদের উদ্দেশ্য ছিলো, আমরা লক্ষ্য করে দেখেছি এখানে যত কনসার্ট হয় সব গুলোতে উচ্ছাসের ছোঁয়া দেখি, অথচ মানুষের মধ্যে দুঃখ কষ্ট বেদনা আছে, আমরা চেয়েছি  মানুষের দুঃখ কষ্ট বেদনাকে ছুঁয়ে দেখতে এজন্যই আজকের কনসার্টের নাম শেডস অব ব্লু।  নীল হচ্ছে বেদনার রঙ।
শেয়ার