Top

মাগুরায় কারেন্টজাল উদ্ধার ও অগ্নি সংযোগ

২৮ জুলাই, ২০২২ ৪:০৮ অপরাহ্ণ
মাগুরায় কারেন্টজাল উদ্ধার ও অগ্নি সংযোগ
মাগুরা প্রতিনিধি :

মাগুরা জেলার শালিখা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে তাহমিনা মিতুর নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালনা করে গতকাল বুধবার দুপুরে আড়পাড়া ফটকি নদী থেকে ১২ টি চায়না দুয়ারী ও অসংখ্য কারেন্ট জাল উদ্ধার করেন। পরে উদ্ধারকৃত অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উপজেলা সদর আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ভস্ম করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর হোসেন, উপজেলা মৎস অফিসের ক্ষেত্র সহকারী দেবাশীষ বিশ্বাস, খন্দকার এজাজ প্রমুখ। উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার বলেন, দেশি প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি ও ডিমওয়ালা মাছ শিকার প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সকলকেই অবৈধ মৎস্য সরঞ্জাম ব্যবহার করে নদী বা মুক্ত জলাশয় থেকে মৎস্য শিকার না করার আহ্বান জানান তিনি।

শেয়ার