Top
সর্বশেষ

বর্ষার  পানি বৃদ্ধি না হওয়ায় হুমকির মুখে কৃষিখাত

২৯ জুলাই, ২০২২ ৪:৪৩ অপরাহ্ণ
বর্ষার  পানি বৃদ্ধি না হওয়ায় হুমকির মুখে কৃষিখাত
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :
দক্ষিণাঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধি না হওয়ায় কৃষি সহ বিভিন্ন খাতের সকল ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। বাংলা বছরের দ্বিতীয় ঋতুর শেষের পথে। শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ চলে গেলেও বর্ষার সাধারণ পানির প্রবাহ বৃদ্ধি না হওয়ায় আউশ ও আমন ধানের চারা পানির অভাবে করা যাচ্ছে না।  বৃষ্টি কম হওয়ায় বর্ষা মৌসুমে কৃষকগণ পর্যাপ্ত পানির পায়নি। 
বর্ষার মৌসুমে গ্রামে সৃজনী শ্রমিকদের বড় অংশ নৌকায় মাটি কাটার কাজে ব্যস্ত সময় কাটাতেন। পানি বৃদ্ধি না হওয়ায় তারাও বেকার হয়ে পড়েছেন।জেলে সম্প্রদায়ের লোকজনের বড় একটি অংশ বেকারত্বের শিকার হয়ে পড়ায় বর্তমানে অনেক পরিবার মানবেতর জীবন-যাপন করছেন।
বর্তমানে যে সময়ে নদীতে পানি থাকার কথা ছিল ৪ থেকে ৬ ফুট। সেখানে পানি রয়েছে ১ ফুটেরও কম।
চাঁদপুররের হাজীগঞ্জসহ সারা জেলার কচুরিপানা দিয়ে লাউ , কুমড়া, শশা, টমেটো, সহ আরও অনেক শীত কালীন সবজি চাষ শুরুর কথা থাকলেও তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। কারন হচ্ছে কচুরি পানার স্তুপ গুলো পানির উপর ভাসিয়ে খেতে নেওয়া হতো। পানি না থাকায় এবারের কৃষি চাষ নিয়ে উদ্বিগ্ন কৃষক।
পানি বৃদ্ধির সাথে সাথে বিল্ডিং নির্মানের মালামাল পরিবহন সহজ হতো। তাও হয়নি।
বর্ষার মৌসুমের মাঝামাঝি সময়ে পানির কম থাকায় আলহাজ্ব আবু তাহের মজুমদার (৮৫) কৃষক সহ আরো একাধিক  ব্যাক্তি বলেছেন তাদের জানামতে এবারই বর্ষার পানি কম হয়েছে। জলবায়ুর বিরূপ প্রভাবে এটি একটি বড় লক্ষণ। কৃষি তথ্য মতে আবহাওয়া ও জলবায়ুর বিরূপ প্রভাবে এটি হতে পারে।
শেয়ার